Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গতবছর ডেঙ্গুতে মৃত্যু ১৭৯ জনের, ২০২০ সালে আক্রান্ত ২৪১ জন


২৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫৭

ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেছেন, ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৯ জন। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ২৪১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সারাবাংলাকে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার। তিনি বলেন, ‘২০১৯ সালে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৭৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়। সবগুলো পর্যালোচনা করে ১৭৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণেই হয়েছে বলে নিশ্চিত করে।’

ডা. আয়শা আক্তার বলেন, ‘২০১৯ সালে দেশের বিভিন্ন হাসপাতালে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এক লাখ এক হাজার সাতাশ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’

২০২০ সালে এখন পর্যন্ত সারাদেশে ২৪১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘এর মধ্যে ২৪০ জন হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে একজন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো নতুন রোগী ভর্তি হননি।’ এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি বলেও জানান তিনি।

ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু স্বাস্থ্য অধিদফতর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর