Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিগ ব্যাংয়ের পর সবচেয়ে বড় বিস্ফোরণ শনাক্ত


২৮ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৩

বিগ ব্যাংয়ের পর বিশাল এক মহাবিস্ফোরণ শনাক্ত করেছেন বিজ্ঞানিরা। তারা বলছেন, এখন পর্যন্ত মহাবিশ্বে ঘটা যেকোনো বিস্ফোরণের চেয়ে এটি ৫ গুণ বড়।

পৃথিবী থেকে ৩৯০ মিলিয়ন আলোকবর্ষ দূরে থাকা বিশাল এক ‘ব্ল্যাক হোল’ থেকে অনবরত বের হতে থাকা শক্তির ‘উদগীরণ’ থেকে বিষয়টি শনাক্ত করা হয়। এই বিস্ফোরণ ‘অফিচুয়াস ছায়াপথে’র ‘ক্লেস্টার’ এ বিশাল গর্ত তৈরি করেছে।

গবেষকরা ‘দ্যা অ্যাস্টোফিজিকাল জার্নালে’ এ বিষয়ে তাদের বিস্তারিত গবেষণা তুলে ধরেছেন।

তবে বিজ্ঞানিরা প্রথমে এই বিস্ফোরণ বিষয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন। কারণ এর ফলে সৃষ্ট ‘গর্ত’ এতই বড় যে এর একটি সারিতেই আমাদের মিল্কিওয়ের মতো ১৫টি ছায়াপথকে রাখা সম্ভব। এছাড়া এরকম কোনো বিস্ফোরণ হওয়া যে সম্ভব তা কারও কল্পনাতেও ছিলো না।

কিন্তু অস্ট্রেলিয়ার মার্সিয়ন ওয়েডফিল্ড অ্যারি (এমডব্লিওএ) টেলিস্কোপ এবং ভারতের জিএমআরটি’র বিশাল রেডিও টেলিস্কোপও বিষয়টি নিশ্চিত করেছে।

গবেষণা দলের প্রধান ওয়াশিংটনের নেভাল রিসার্চ ল্যাবরেটরি গবেষক সিমোনা গিয়ানিকতুচি বলেন, ‘ঠিক একইরকম ভাবে না হলেও এই বিস্ফোরণের সঙ্গে তুলনা করা যেতে পারে ১৯৮০ সালের ভলকানোর উদগীরণকে। ’

ছায়াপথ বিগ ব্যাং মহাবিশ্ব মহাবিস্ফোরণ মিল্কিওয়ে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর