করোনাভাইরাস: ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২১০!
২৯ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের অভ্যন্তরীণ এক সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য প্রকাশ করেছে।
কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বেশিরভাগই মারা গেছেন রাজধানী তেহরান ও কোম শহরে। কোম শহরেই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছিলো।
তবে বিবিসি’র দেওয়া এ সংখ্যা দেশটির সরকারি হিসেবের চেয়ে অন্তত ৬ গুন বেশি। উল্লেখ্য, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ইরান সরকার জানিয়েছে এ পর্যন্ত ৩৪ জন এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানৌশ জাহানপৌর এক বার্তায় বিবিসি মিথ্যা তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন।
বিবিসির ওই প্রতিবেদনটি এমন সময় প্রকাশ হলো যখন কভিড-১৯ এ আক্রন্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না বলে দেশ ও দেশের বাইরে অভিযোগ উঠেছে ইরান সরকারের বিরুদ্ধে।
এদিকে শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ জনে।