রাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন এক শিক্ষার্থী। চারুকলা অনুষদভূক্ত গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ওই অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর বিরুদ্ধে শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করা হয়। থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুম মনির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা নং:১৮।
এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) কমপক্ষে ১২ জন ছাত্রী অধ্যাপক আমিরুলের বিরুদ্ধে যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলে লিখিত অভিযোগ জমা দেন। ভুক্তভোগী ছাত্রীরা তাদের অভিযোগে উল্লেখ করেন, ‘ বিভাগের শিক্ষক অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্যক্তের শিকার হই। যার কারণে আমরা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। পড়াশুনা এবং অন্য কোনো কাজেই মনোযোগ দিতে পারছি না।’
ভুক্তভোগী ছাত্রীরা আরও অভিযোগ করেছেন, ‘কারণে অকারণে স্যার আমাদেরকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে। অফিসে ডেকে বসিয়ে রাখেন। ফ্রি মাইন্ডের কথা বলে নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। অনেকসময় সবার সামনে গায়ে হাত দেন। অন্য নারী শিক্ষকদের ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেন।’
শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দেয়ার তিন দিনের মাথায় আমিরুল মোমেনীনের চৌধুরী বিরুদ্ধে মামলা দায়ের করলো একজন ভুক্তোভোগী।
এ নিয়ে অভিযুক্ত অধ্যাপকের বক্তব্য জানতে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।