Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ হাজার অভিবাসীকে সীমান্তে আটকে দিল গ্রিস


২ মার্চ ২০২০ ০৪:০৪ | আপডেট: ২ মার্চ ২০২০ ০৯:২৩

তুরস্ক থেকে স্থল-সীমান্ত অতিক্রম করতে চেয়েছে এমন ১০ হাজার অভিবাসীকে বাধা দেওয়ার কথা জানিয়েছে তুরস্ক। এদিকে গ্রিসের পুলিশ বলছে, অন্তত ৫ শ জন ৭টি নৌকায় করে দেশটির লেসবস, সামস ও চিয়াস দ্বীপে পৌঁছেছেন। যেখানে আগে থেকেই শরণার্থীদের ক্যাম্পে রাখা হয়েছে।

রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় ৩৩ তুর্কি সেনা মারা যায়। এরপর তুরস্ক অভিযোগ করে, সিরীয় সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় যৌক্তিক ভূমিকা পালন করেনি। তাই শরণার্থীরা ইউরোপে প্রবেশ করতে চাইলে তুরস্ক বাধা দিবে না।

এমন পরিস্থিতিতে গ্রিক প্রধানমন্ত্রী কিয়ারাস্কো মিতসোতাস্কি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন। ইউরোপের সীমান্ত নিরাপত্তা সংস্থা ফ্রন্টটেক্স বলেছে, তুরস্কের সঙ্গে ইইউর সীমান্তে উচ্চ সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

তুরস্কে ৩০ লাখের বেশি সিরীয় শরণার্থী ও আফগান অভিবাসী রয়েছে। ইইউর অর্থ সহায়তায় তুরস্ক এসব শরণার্থীকে ইইউতে প্রবেশে বাধা দিত। কিন্তু তুরস্কের নতুন ঘোষণার ফলে ইউরোপে শরণার্থী সংকট ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইইউ গ্রিস তুরস্ত শরণার্থী সিরীয় অভিবাসী

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর