Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতকে টাউট-দালাল মুক্ত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ


২ মার্চ ২০২০ ১২:৪০ | আপডেট: ২ মার্চ ২০২০ ১৬:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সারাদেশের আইনজীবী সমিতি এবং আইন অঙ্গন থেকে টাউট, দালাল, ভূয়া আইনজীবীদের দৌরাত্ম ও তৎপরতা বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে বার কাউন্সিল সচিবকে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

সোমবার (২ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে আইনজীবী ফরহাদ উদ্দিন ভুইয়া জানান, সুপ্রিম কোর্টসহ সারাদেশের সব আদালত থেকে ভূয়া আইনজীবী, টাউট, দালাল, ভূয়া মুহুরি, ক্লার্ক সনাক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

আদালত থেকে ভূয়া আইনজীবী, টাউট, দালাল, ভূয়া মুহুরি, ক্লার্ক সনাক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চেয়ে গত ১৭ ফেব্রুয়ারি রিট করা হয়।

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাক্টিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪১ অনুচ্ছেদ অনুযায়ী আইন পেশার সঙ্গে সম্পৃক্ত সকলকে বার কাউন্সিল সনদপ্রাপ্ত হতে হবে। অন্যথায় ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু বার কাউন্সিল এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় আদালত অঙ্গনে টাউট-দালালদের দৌরাত্ম্য বেড়েই চলছে।

গত বছর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে টাউট, দালাল, ভূয়া আইনজীবী সনাক্তে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়।

টাউট-দালালমুক্ত আদালত হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর