Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান


২ মার্চ ২০২০ ১৫:৫৫ | আপডেট: ২ মার্চ ২০২০ ১৬:০০

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একদিনের সফরে রাশিয়া যাচ্ছেন বৃহস্পতিবার (৫ মার্চ)। সোমবার (২ মার্চ) তুরস্কের প্রেসিডেন্টের দফতর সূত্রে এ তথ্য জানানো হয়েছে। খবর আরটি নিউজ।

এর আগে, সিরিয়ার ইদলিবে রাশিয়া সমর্থিত সিরিয়ান জোটের সৈন্যদের সঙ্গে তুর্কি সেনাবাহিনীর দফায় দফায় হামলার ঘটনার পর, আঙ্কারা ও মস্কোর অভ্যন্তরীণ সম্পর্কের টানাপোড়েন দৃশ্যমান হয়েছে।

এমন এক সময় এরদোয়ান রাশিয়া সফরের ঘোষণা দিয়েছেন যার কয়েকদিন আগেই সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর বিমান হামলায় ৩৩ তুর্কি সৈন্যের মৃত্যু হয়েছে। এর জবাবে হামলা চালানোর হুমকি দিয়েছে তুরস্কও।

এদিকে, আসন্ন এই সফরে এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন বলে জানিয়েছে রাষ্ট্রপতির দফতর।

আঙ্কারা এরদোয়ান তুরস্ক মস্কো রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর