Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল্যাণপুরের জঙ্গি অভিযানের মামলায় বিচার শুরুর আদেশ ২৩ মার্চ


২ মার্চ ২০২০ ১৬:৪৪

ঢাকা: রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় ১০ জঙ্গির বিরুদ্ধে বিচার শুরু হবে কি না সেই বিষয়ে আদেশের তারিখ পিছিয়ে আগামী ২৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২ মার্চ) মামলাটি মামলাটি আদেশের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার আসামি আব্দুস সবুর খানকে অন্য মামলায় হাজিরা দিতে চট্টগ্রামে নেওয়া হয়েছে। সেই জন্য তাকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান আদেশের জন্য এ তারিখ ঠিক করেন।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি চার্জ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়।

২০১৯ সালের ১৮ জুলাই কল্যাণপুর জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক দশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। ওইদিন সঙ্গে আজাদুল কবিরাজ নামের পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

মামলায় চার্জশিটভূক্ত আসামিরা হলো- সালাহ্‌ উদ্দিন কামরান (৩০), রাকিকুল হাসান রিগ্যান (২১), আব্দুর রউফ প্রধান (৬৩), আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ (২০), শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮), মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন (৩৩) ও হাদিসুর রহমান সাগর (৪০)। এদের মধ্যে ৯ আসামি বর্তমানে কারাগারে রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ৫ ডিসেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করেন। গত ৯ মে মামলাটি বিচারের জন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে বলে আদালত সংশ্লিষ্টরা জানান।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিংয়ে’ জঙ্গি আস্তানায় রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক ঘণ্টার ওই অভিযানে ৯ জঙ্গি নিহত ও একজন আহত হন। তারা সবাই জেএমবি সদস্য বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনার দু’দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১০ জনকে আসামি করা হয়।

কল্যাণপুরের জঙ্গি আস্তানা জঙ্গি আস্তানা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর