Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের আর নেই


৩ মার্চ ২০২০ ১১:৪৯ | আপডেট: ৩ মার্চ ২০২০ ১১:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘনায়ক, কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ, একুশে পদকপ্রাপ্ত ভদন্ত শুদ্ধানন্দ মহাথের আর নেই। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ড. জিনবোধি ভিক্ষু।

সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১২ সালে শুদ্ধানন্দ মহাথেরকে একুশে পদকে ভূষিত করে। তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি ছিলেন।

ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়ায় এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন ভদন্ত শুদ্ধানন্দ মহাথের। তিনি ছিলেন প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথের’র স্বনামধন্য শিষ্য।

বিজ্ঞাপন

জীবদ্দশায় সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের অতীশ দীপঙ্কর স্বর্ণপদক (১৯৯৭), বাংলা একাডেমির ফেলো (২০০৫), মহাত্মা গান্ধী শান্তি পদক (২০০৭), সমাজসেবায় একুশে পদক (২০১২) এবং শান্তি স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও ভারতসহ দেশ-বিদেশে অনেক সম্মাননা লাভ করেন।

বৌদ্ধ ভিক্ষু শুদ্ধানন্দ মহাথের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর