করোনা ঝুঁকিতে নেই গ্রেফতার ৩ চীনাসহ পাঁচজন
৩ মার্চ ২০২০ ১৭:৪৮
বাগেরহাট: করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে বাগেরহাটে তিন চীনাসহ পাঁচ মাদক মামলার আসামিকে রাখা হয়েছিল আইসোলেশন ইউনিটে। করোনা ঝুঁকি না থাকায় ২৪ ঘণ্টা পর তাদের হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন চীনের, জেরি (২৬), জ্যাক জিয়া (৩৩), ফু (৩৩)। এছাড়া বাংলাদেশি হাসনাত (২৮) ও রুমন শিকদার। হাসনাতের বাড়ি নারায়ণগঞ্জে, রুমনের বাগেরহাটের মোড়েলগঞ্জে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে তাদের হাসপাতাল থেকে রিলিজ করে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফোর হোসেন।
তিনি জানান, গত রোববার গভীর রাতে মোংলার পশুর নদী থেকে তিন শ বোতল বিদেশি মদসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে কোস্টগার্ড। পাঁচজনের মধ্যে তিনজন ছিলেন চীনের নাগরিক। এরপর আদালত তাদের হাসপাতালে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেন। প্রাথমিকভাবে তারা সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার পর বিকেলে তাদের হাসপাতাল থেকে রিলিজ করে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।