১ যুগ পর শিশু ধর্ষণ মামলার রায়, দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন
৩ মার্চ ২০২০ ১৮:১৯
ঢাকা: বাগেরহাটে এক যুগ আগে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে দম্পতিসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক এস এম সাইফুল ইসলাম এই কারাদণ্ডাদেশ ঘোষণা করেন। এ সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার উদানখালী গ্রামের আজিবর রহমান (৫০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৩) এবং সদর উপজেলার বাদোখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে ইউসুফ আলী (৫২)।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান খান জানান, ২০০৭ সালের ৭ জুলাই কচুয়া উপজেলার উদানখালী গ্রামের এক ভিক্ষুক বাড়িতে না থাকার সুযোগে তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে ভাত খাওয়নোর কথা বলে প্রতিবেশি আজিবর তার বাড়িতে ডেকে নেয়। এরপর আজিবরের স্ত্রী জাহানারা বেগম তার ঘরে নিয়ে ক্যাসেট প্লেয়ারে উচ্চ ভলিউমে গান ছেড়ে দেয়। তখন ওই ঘরে আজিবর ও ইউসুফ পালাক্রমে শিশুটিকে ধর্ষণ করে। পরে আজিবরের বাড়ি থেকে বেরিয়ে মেয়েটি তার মাকে ঘটনা খুলে বলে।
আইনজীবী আরও জানান, এর পর ভিকটিমের মামা বাদী হয়ে কচুয়া থানায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে কচুয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক (মামলার তদন্ত কর্মকর্তা ) ধর্ষণের সত্যতা পেয়ে ২০০৭ সালের ২৭ নভেম্বর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।