Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র’


৩ মার্চ ২০২০ ২০:৫৭

ঢাকা: ‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহী। বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করে তারা বিনিয়োগ করবেন’—বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একশটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। এগুলোতে মার্কিন বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে লাভবান হবেন।

মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ক্রিসটুপার উইলসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশের কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ শিল্পখাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে যেকোনো পণ্য কম খরচে উৎপাদন করে রফতানির সুযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীদের সুবিধার জন্য সরকার বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে। বিনিয়োগকারীরা শিল্পে শতভাগ বিনিয়োগ করতে পারবেন। ট্যাক্সের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া বিনিয়োগকারীর প্রয়োজনে মূলধনসহ মুনাফা ফিরিয়ে নিতে পারবে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার অনেক শর্ত শিথিল করেছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে কাস্টমস প্রসেস ও ট্যাক্স সহজ এবং ব্যবসাবান্ধব ট্রেড পলিসি চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তৈরি পোশাক খাতের ফ্যাক্টরিগুলো ইতোমধ্যে কমপ্লায়েন্স হয়েছে। শ্রম আইন সংশোধন করে সময়পোযোগী করা হয়েছে।’

এছাড়া আমদানি-রপ্তানির সুবিধার জন্য পোর্টগুলো উন্নত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উভয় দেশের স্বার্থ সংরক্ষণ করে আগামী বৃহস্পতিবার টিকফা বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

সহকারী ইউএস রিপ্রেজেনটেটিভ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। বাণিজ্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য বাংলাদেশের কাস্টমস প্রসেস, ট্যাক্স, ই-কমার্স ইত্যাদি বিষয়গুলো আরও সহজ হওয়া প্রয়োজন। পার্টনারশিপেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো দূর হলে বাণিজ্য সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ অনেক উন্নতি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বেশ চাহিদা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তুলা বাংলাদেশে রফতানির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশকে জিএসপি সুবিধা প্রদানসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আগামী টিকফা বৈঠকে আলোচনার সুযোগ রয়েছে।’

ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ প্রতিনিধি দলে ছিলেন- ঢাকার মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর ব্রেন্ট ক্রিসটেনসেন, ডেপুটি ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া জেবা রিয়াজউদ্দিন, বাণিজ্যমন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, অতিরিক্ত সচিব (রফতানি) মো. ওবায়দুল আজম, অতিরিক্ত সচিবও ডব্লিউটিও-এর মহাপরিচালক মো. কামাল উদ্দিনসহ অনেকে।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর