Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষের বিশেষ অধিবেশন আহ্বান করলেন রাষ্ট্রপতি


৩ মার্চ ২০২০ ২০:০৫

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী আয়োজন মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ২২ মার্চ এই অধিবেশন শুরু হবে।

সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বিশেষ এই অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

নিয়ম অনুযায়ী কোনো অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের মেয়াদ নির্ধারণ করা হয়ে থাকে। তবে এর আগে, একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের সমাপনী দিনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছিলেন, মুজিববর্ষের বিশেষ এই অধিবেশন বসবে ২২ ও ২৩ মার্চ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিশেষ এই অধিবেশনে জাতির জনকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে। থাকবে আরও নানা আয়োজন।

সূত্র আরও বলছে, অধিবেশনে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। এর মধ্যে অধিবেশনের প্রথম দিনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও দ্বিতীয় দিন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারিকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে। তারা অধিবেশনে বক্তৃতাও রাখবেন। বিশেষ এই অধিবেশন দেখার জন্য বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর উদ্যোগও নিচ্ছে সংসদ সচিবালয়।

জাতীয় সংসদ বিশেষ সংসদ অধিবেশন মুজিববর্ষ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর