Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় হোটেল থেকে মৃতদেহ উদ্ধার


৩ মার্চ ২০২০ ২১:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা: পর্যটন নগরী কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ঈশীতা বেগম (১৮) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে হোটেলে কক্ষের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্টার অনুযায়ী ঈশীতা যশোরের কেশবপুর থানার রাজ্জাকের স্ত্রী।

মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলম এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

হোটেলের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৯ ফেব্রুয়ারি ঈশীতা তার স্বামী রাজ্জাকের সাথে কুয়াকাটা ঘুরতে এসে হোটেল হলিডে ইনের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। সোমবার বিকেলে রাজ্জাক হোটেল কর্মচারীদের কিছু না বলে কক্ষে তালা মেরে একা হোটেল থেকে চলে যায়। হোটেলের কর্মচারীদের সন্দেহ হলে তারা দীর্ঘ সময় দরজায় কড়া নাড়ে। তবে কোনো সাড়াশব্দ না পাওয়ায় মহিপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

বিজ্ঞাপন

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেল কক্ষের তালা ভেঙে ঈশীতার লাশ উদ্ধার করে।

কুয়াকাটা মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর