Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগে আটক পুলিশ


৪ মার্চ ২০২০ ০০:২২

দিনাজপুরের হিলিতে টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে শাহাদৎ হোসেন (৩৫) নামের এক এএসআইকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বগুড়া সদর থানা এলাকা থেকে আটক করা হয়। শাহাদৎ ৪ এপিবিএন বগুড়া নিশিন্দারা এএসআই পদে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ।

ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, ১লা মার্চ বিকেলে হিলির চকচকা গ্রামে কয়েকজন ব্যক্তি মুহাড়াপাড়া গ্রামের আরমান আলীকে আটক করে এবং তার নিকট চাঁদা দাবি করে। এক পর্যায়ে তাকে মারপিট করে ও ভয়ভীতি দেখায়। পরে তাদের কথামতো রাজি হয়ে আরমানের স্ত্রী তাদের দেওয়া বিকাশ নাম্বারে দশ হাজার টাকা দেয়। টাকা পেয়ে আসামিরা আরমান আলীকে ছেড়ে দিয়ে চলে যায়। বিষয়টি নিয়ে সোমবার হাকিমপুর থানায় আরমান আলীর স্ত্রী তারামন বিবি মামলা দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি টিম গতকাল রাতে বগুড়ায় অভিযান চালিয়ে সেই বিকাশ নাম্বারের মালিককে আটক করে। তার দেওয়া তথ্যমতে পরে শাহাদৎ হোসেন নামের পুলিশের এএসআইকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শাহাদৎ হোসেন রাজশাহীর বাগমারা গ্রামের আকরাম হোসেনের ছেলে।

আটক পুলিশ হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর