Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম কমবে: কৃষিমন্ত্রী


৪ মার্চ ২০২০ ১৬:৫৭

ঢাকা: আগামী ১৫ দিন পর বাজারে নতুন পেঁয়াজ চলে আসবে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘নতুন পেঁয়াজ আসলে দাম কমে যাবে, এ বছর অনেক এলাকাতে পেঁয়াজ উৎপাদন করা হয়েছে। পেঁয়াজের সমস্যা সমাধান হবে।’

বুধবার (৪ মার্চ) কৃষি মন্ত্রণালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পেঁয়াজের দাম কেন কমেনি আমরা তা পর্যবেক্ষণ করছি। আমাদের বড় সমস্যা হলো বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। গতকাল ফরিদপুরে বৃষ্টি হয়েছে। এতে করে পেঁয়াজের ভালো ক্ষতি হয়েছে। ধানে আমরা যেমন স্বয়ংসম্পূর্ণ পেঁয়াজেও আমরা স্বয়ংসম্পূণ হবে। আগে প্রতি হেক্টরে ১০ থেকে ১১ টন হতো এখন নতুন জাতের পেঁয়াজে সেখানে ১৮ থেকে ১৯ টন হবে।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘কেবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি কৃষকরা যাতে ন্যায্য দাম পায় এজন্য উত্তোলন মৌসুমে পেঁয়াজ আমদানি যেন বন্ধ করা হয়। এসময় ভারতের পেঁয়াজ এসে যেন বাজার ভাসিয়ে না দেয়। যাতে আমাদের চাষিরা ভালো দাম পায়। বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যপারে যথেষ্ট সজাগ। বৈঠকে জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। আর সকলকে সতর্ক থাকতে বলেছে। যদি আমাদের ভালো পেঁয়াজ উঠে তাহলে চাষিদের স্বার্থটা দেখতে হবে।’

অবৈধ মাদকদ্রব্য জব্দ পেঁয়াজ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর