করোনায় প্রাণহানি বেড়ে ৩২০০, ইতালিতে বন্ধ স্কুল-বিশ্ববিদ্যালয়
৫ মার্চ ২০২০ ১১:২২ | আপডেট: ৫ মার্চ ২০২০ ১৩:৫৮
করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইতালিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সকল স্কুল ও বিশ্ববিদ্যালয়। এই ভাইরাসে মোট ৩ হাজার ২শ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯৫ হাজারের বেশি। করোনাভাইরাস ছড়িয়েছে বিশ্বের ৭৫টিরও বেশি দেশ ও অঞ্চলে। খবর সিএনএনের।
প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে ইরাক, স্পেন ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। রাজ্যটির একটি হাসপাতালে এই ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হলে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা গেছেন মোট ১১জন।
চীনের পরই ইউরোপের ইতালি আছে বাজে অবস্থায়। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০৮৯ জন, মৃতের সংখ্যা ১০৭। এমন পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির সকল স্কুল ও বিশ্ববিদ্যালয়। ৫ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বজায় থাকবে।
করোনায় ভুগছে ইরানও। সেখানে মৃত্যু হয়েছে ৭৭ জনের, আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩৬ জনের বেশি। আক্রান্তদের মধ্যে রয়েছে ২৩ এমপিও। এছাড়া, দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস সংক্রমণে ভুগছেন ৬ হাজার মানুষ, মারা গেছেন ৩৫ জন।