Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফাইনাল’ হেরে দর্শক পেটাতে গেলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৬:৫০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:০৬

গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে নেমে আসছেন মাহমুদউল্লাহ

চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শেষ দিনে অঘোষিত ফাইনাল ছিল আজ (মঙ্গলবার)।মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। হাই ভোল্টেজ এই লড়াইয়ে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বার ডিপিএল জিতল আবাহনী।

এমন ম্যাচে হারের পর প্রতিপক্ষ দল ও ম্যাচ অফিসিয়ালদের সাথে করমর্দন শেষে ড্রেসিংরুমে ঢুকছিলেন মোহামেডানের মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু এর আগেই ড্রেসিংরুম লাগোয়া গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে তার উদ্দেশ্যে কটুক্তি করে বসেন খেলা দেখতে আসা এক দর্শক। শুধু তাই নয়, জানা গেছে মাহমুদউল্লাহকে গালিও দিয়েছেন সেই দর্শক। এরপর মেজাজ হারিয়ে সেই দর্শককে পেটাতে লাফিয়ে গ্যালারিতে উঠে যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া অলরাউন্ডার।

বিজ্ঞাপন

আরও জানা গেছে, গ্যালারিতে উঠে কটুক্তি করা সেই দর্শকের কলারও চেপে ধরেন মাহমুদউল্লাহ। অবস্থা বেগতিক দেখে মোহামেডানের অফিসিয়াল ও সাপোর্ট স্টাফের সদস্যরা নিরস্ত করেন তাকে। তাদের হস্তক্ষেপেই গ্যালারি থেকে নেমে আসেন আজকের অঘোষিত ফাইনালে ফিফটি করা এই ডানহাতি ব্যাটার। ততক্ষণে মোহামেডানের ড্রেসিংরুমের সামনে জটলাও বেধে যায়।

গোটা মৌসুমজুড়ে মিরপুরে দর্শক সমাগম হয়নি বললেই চলে। আজ শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল বলেই খেলা দেখতে আসেন অনেকে। প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ও আরিফুলের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে পা হড়কালেও জিশান আলম, মোহাম্মদ মিঠুনের ফিফটির পর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৬৫ বলে ৭৮* রানের ইনিংসে শিরোপা নিশ্চিত হয় আবাহনীর। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে স্বীকৃতি পাওয়ার পর সবচেয়ে বেশি ছয়বার ডিপিএল জিতল ক্লাবটি।

সারাবাংলা/জেটি