Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু সামিয়াকে ধর্ষণ-হত্যা মামলার রায় ৯ মার্চ


৫ মার্চ ২০২০ ১৩:৫৮

ঢাকা: রাজধানীর ওয়ারীতে সাত বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আগামী ৯ মার্চ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুানাল।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক কাজী আব্দুল হান্নান রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি আসামি হারুন নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

মামলাটিতে এ পর্যন্ত ১৫ জনের সাক্ষ্য নিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) একই ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে সাক্ষ্য নেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছিলেন।

আসামি হারুন

২০১৯ সালের ৫ জুলাই ধর্ষণের পর সামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সামিয়ার বাবা আব্দুস সালাম পরদিন ৬ জুলাই ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর গত ৭ জুলাই কুমিল্লার ডাবরডাঙা এলাকা থেকে আসামি হারুনকে গ্রেফতার করে পুলিশ। ৮ জুলাই হারুন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

গত ৩০ অক্টোবর আসামি মো. হারুন অর রশিদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারী জোনাল টিমের মো. আরজুন।

চার্জশিটে বলা হয়েছে, মামলার প্রথামিক তদন্তে সামিয়াকে আসামি হারুন অর রশিদ ধর্ষণ ও হত্যা করেছে বলে তথ্য পাওয়া গেছে। অন্য কেউ এ ঘটনার সঙ্গে জড়িত আছে—এমন তথ্য তদন্তে পাওয়া যায়নি।

শিশু সামিয়াকে ধর্ষণ ও হত্যা: আসামি হারুনের বিচার শুরু

টপ নিউজ ধর্ষণৎ মামলাৎ রায় শিশু সামিয়া সায়মা হত্যা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর