Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান


৫ মার্চ ২০২০ ১৫:৪৩

ঢাকা: রাজধানীর বনানীতে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত এই অভিযানের নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বনানী বাজারের ১৭ নম্বর রোডে এই অভিযান শুরু হয়।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত সারাবাংলাকে বলেন, ‘অভিযানে রাস্তা, ফুটপাত দখল করে গড়ে উঠা আস্থায়ী স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজ দিনব্যাপী এই অভিযান চলবে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।

উচ্ছেদ অভিযান ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর