Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু


৫ মার্চ ২০২০ ১৭:৩৬

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় মারা গেছেন দুই মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃতরা হলেন, তোফাজ্জল হোসেন (৪০) ও আলমগীর খন্দকার (৩৬)। তোফাজ্জল খাকচক গ্রামের হযরত আলী ভুঁইয়ার ছেলে। তিনি অলিপুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে আলমগীর শ্রীরামপুর গ্রামের প্রবাস ফেরত।

বিজ্ঞাপন

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইদুর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায়পুরা থেকে মোটরসাইকেলে করে তারা ‍দুজন ভৈরব যাচ্ছিলেন। পথে মাহমুদাবাদ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভৈরব থেকে ঢাকাগামী উত্তরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার ও ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে বলেও জানান উপ-পরিদর্শক সাইদুর।

নরসিংদী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর