Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্ক-গ্রিস সীমান্তে অভিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ


৬ মার্চ ২০২০ ১৭:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত পার হয়ে গ্রিসে ঢুকতে চাওয়া কয়েক হাজার অবৈধ সিরিয়ান অভিবাসী ও উদ্বাস্তুদের সঙ্গে দেশটির পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিবাসী স্রোত ঠেকাতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) এ খবর জানিয়েছে আল জাজিরা।

এর আগে, গত সপ্তাহে তুরস্ক ইউরোপের সঙ্গে তাদের গ্রিস সীমান্ত উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেয়।  তারপর থেকেই তুরস্কের পূর্বাঞ্চলীয় স্থল ও সমুদ্রসীমা অতিক্রম করে হাজার হাজার সিরিয়ান অভিবাসী ও রিফিউজি গ্রিসে ঢুকে পড়ার চেষ্টা করছে।

প্রসঙ্গত, তুরস্ক ৩.৬ মিলিয়ন সিরিয়ান অভিবাসীকে আশ্রয় দিয়ে রেখেছে।  কয়েকমাস ধরেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলে আসছিলেন, তুরস্কের পক্ষে আর ইউরোপের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তারপরেই গত সপ্তাহে গ্রিসের সঙ্গে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

এদিকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, সিরিয়ান উদ্বাস্তুরা অন্যান্য অভিবাসীদের সঙ্গে নিয়ে এডির্ন নদীর তীরে অস্থায়ী ক্যাম্প বানিয়ে থাকা শুরু করেছেন।

তিনি আরও জানিয়েছন, গ্রিস বা পশ্চিম ইউরোপে ঢোকার সবচেয়ে ভালো উপায় খুজে বের করার চেষ্টা করছেন।

অভিবাসী গ্রিস তুরস্ক পুলিশ সংঘর্ষ সিরিয়া

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর