Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু, বর-কনেসহ নিখোঁজ ২৮


৬ মার্চ ২০২০ ২১:৪১ | আপডেট: ৭ মার্চ ২০২০ ০০:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: বৌভাতের অনুষ্ঠান শেষে বর-কনেকে নিয়ে যাত্রা করা দুইটি নৌকা পদ্মা নদীতে ডুবে গেছে। দুই নৌকায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন। এর মধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এর মধ্যে এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর-কনেসহ বাকি ২৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজশাহীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার ১২ জনের মধ্যে পাঁচ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একটি শিশু মারা গেছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ সারাবাংলাকে জানান, চরখিদিরপুর এলাকায় বৌভাতের অনুষ্ঠান শেষে বর ও কনে এবং অন্যদের নিয়ে ‍দুইটি নৌকা রওনা দেয় পবা উপজেলার ডাইংপাড়ার পথে। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় দুই নৌকা ধাক্কা খেয়ে ডুবে যায়।

বিজ্ঞাপন

আব্দুর রউফ বলেন, দুই নৌকায় ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৭ জন নারী, ছয়টি শিশু। ১২ জনকে উদ্ধারের পর বাকিদের উদ্ধারেও অভিযান চলছে।

২৮ জন নিখোঁজ টপ নিউজ পদ্মায় নৌকাডুবি বর-কনে নিখোঁজ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর