Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির অ্যাকাউন্ট ব্যবহার করছেন ৭ সফল নারী


৮ মার্চ ২০২০ ১১:২৪ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৮:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশিত এক বার্তায় জানিয়েছেন, তিনি তার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লগ আউট করেছেন এবং অ্যাকাউন্টগুলো তিনি ভারতের সাত সফল নারীর হাতে তুলে দিয়েছেন। নারী দিবসে ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে তারা তাদের জীবনের গল্প সবাইকে জানাবেন। খবর এনডিটিভি।

ওই টুইটার বার্তায় আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, নারীশক্তির এই অর্জনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। কয়েকদিন আগে তিনি সোশ্যাল মিডিয়া ছেড়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছিলেন আজকের জন্য তা বাস্তবায়িত হচ্ছে।

বিজ্ঞাপন

মোদি বলেন, ভারতের নারীরা সারা দুনিয়ায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখছেন। তাদের এই সংগ্রাম ও অর্জন আরও হাজার হাজার নারীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। নারী দিবস উদযাপনের মাধ্যমে তাদের ওই অর্জনগুলোকে মহিমান্বিত করতে হবে। তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল ব্যবহার করে প্রথম টুইটটি করেছেন ফুড ব্যাংক ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা স্নেহা মহানদস।

এর আগে, সোমবার (২ মার্চ) সকল সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তার ওই ঘোষণার পর ভারতের সোশ্যাল মিডিয়াতে #Nosir হ্যাশট্যাগ ব্যবহার করে তাকে সোশ্যাল মিডিয়া ছেড়ে না যাওয়ার অনুরোধ করেছিলেন ভারতের নেটিজেনরা।

পরে, মোদি আগেকার ওই ঘোষণা পরিবর্তন করে বলেন, শুধুমাত্র নারী দিবসে তার অ্যাকাউন্টগুলো তিনি সাত সফল নারীর হাতে বুঝিয়ে দেবেন। ওই অ্যাকাউন্টগুলো থেকে নারীরা তাদের জীবনের গল্প সবাইকে জানাবেন।

আরও পড়ুন – আসলেই কি সোশ্যাল মিডিয়া ছাড়ছেন মোদি?

টুইটার নরেন্দ্র মোদি সফল নারী সোশ্যাল মিডিয়া

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর