Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: অর্ধেকের বেশি আক্রান্ত সেরে উঠেছেন


৯ মার্চ ২০২০ ১১:৩২

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে সোমবার (৯ মার্চ) পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক লাখ দশ হাজার ৪১ জন। ইতোমধ্যেই করোনাভাইরাস আক্রান্ত ৬১ হাজার ৯৭৯ জন সেরে উঠে নিয়মিত জীবনে ফিরে গেছেন। সেই হিসেবে কোভিড-১৯ আক্রান্ত অর্ধেকের বেশি রোগী সেরে ওঠার খবর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অনলাইন আপডেটের বরাতে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

বিজ্ঞাপন

এদিকে, করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশ ও মেইনল্যান্ডে ইতোমধ্যেই সেরে উঠেছেন ৪৬ হাজার ৪৩৩ জন। ইরানে আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২ হাজার ১৩৪ জন। ইতালিতে সেরে উঠেছেন ৬২২ জন। জাপানে ৭৬ জন, হংকংয়ে ৫৯ জন, থাইল্যান্ডে ৩১ জন, মালয়েশিয়ায় ২৪ জন, জার্মানিতে ১৮ জন, যুক্তরাজ্যে ১৮ জন, ভিয়েতনামে ১৬ জন, তাইওয়ানে ১৫ জন, মিশরে ১২ জন, ম্যাকাওয়ে ১০ জন, অস্ট্রেলিয়ায় ১৯ জন, ফ্রান্সে ১২ জন, সংযুক্ত আরব আমিরাতে ৭ জন, বাহরাইনে ৪ জন, ভারতে ৩ জন, রোমানিয়ায় ৩ জন, কানাডায় ৭জন কোভিড-১৯ আক্রান্ত সেরে উঠেছেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা. অ্যান্থনি ফোচি জানিয়েছেন, একেবারে সঙ্কটাপন্ন অবস্থায় না গেলে এবং আক্রান্তের বয়স বেশি না হলে করোনাভাইরাস আক্রান্তের সেরে ওঠার সম্ভাবনা ৯৭ শতাংশ।

তিনি আরও বলেন, আগে থেকেই শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকলে যে কোনো বয়সী আক্রান্ত ব্যক্তিই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।

প্রসঙ্গত, ডিসেম্বরের ৩১ তারিখে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ১০৪তম দেশ হিসেবে রোববার (৮ মার্চ) বাংলাদেশেও সরকারিভাবে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর অস্তিত্ত্ব স্বীকার করা হয়েছে।

করোনাভাইরাস কোভিড-১৯ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর