Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় হাত হারালেন উইলস লিটলের শিক্ষক


১০ মার্চ ২০২০ ১৭:০৪

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৪ জন আহত হয়েছে। এর মধ্যে ফাহিমা বেগম নামের এক শিক্ষিকার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গোপালগঞ্জে প্রথম পর্যায়ের চিকিৎসা শেষে ফাহিমা বেগমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে সকাল ৭টায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেয় একটি বাস। সঙ্গে ছিলেন কয়েকজন শিক্ষকও। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শিক্ষা সফরে যাচ্ছিলেন তারা।

পথে গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারান বাস চালক। এসময় বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় অন্তত ১৪ জন আহন হন। এদের মধ্যে শিক্ষক ফাহিমা বেগমের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল টপ নিউজ শিক্ষকের হাত বিচ্ছিন্ন শিক্ষা সফরের বাস দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর