Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাদক নির্মূলের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে’


১১ মার্চ ২০২০ ০১:১৮ | আপডেট: ১১ মার্চ ২০২০ ০১:৩৯

নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক গাজী গোলাম মর্তুজা বলেছেন, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক। তাই মাদক নির্মূলের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। যারা মাদক ব্যবসায়ী এবং সেবনকারী, তাদের চিহ্নিত করে সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় নব‌কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস ক‌লে‌জে বার্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গাজী গোলাম মর্তুজা বলেন, আমাদের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু দীর্ঘ ২৪ বছর লড়াই সংগ্রাম করেছেন। বছরের পর বছর তিনি কারাবরণ করেছেন। বঙ্গবন্ধু আমাদের ভাষা ও স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতা কী, সেটা নতুন প্রজন্মকে জানাতে হবে। আমরা স্বাধীনতার মর্মটা বুঝি না। যারা ১৯৭১ সালের আগের মানুষ তারা বোঝেন, স্বাধীনতার মর্মটা কী। আমাদের এই স্বাধীনতা একদিনে আসেনি। সেই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। আর তাই স্বাধীনতা কী, সেটা উপলব্ধি করতে হবে আমাদের সবার। স্বাধীনতার মর্মটা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। এই দায়িত্বটা আমাদের সবার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব‌কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস ক‌লে‌জের অধ্যক্ষ ন‌জিবর রহমা‌ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা র‌ফিক উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী প‌রিদর্শক মোস্তা‌ফিজুর রহমান, কা‌য়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি ‌মোহাম্মদ জা‌হেদ আলী, উপ‌জেলা শ্রমিক লী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক ম‌তিউর রহমান আকন্দ, উপ‌জেলা যুব ম‌হিলা লী‌গের সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতা, কা‌য়েতপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের সদস্য বজলুর রহমান বজলুসহ অন্যরা।

বিজ্ঞাপন

গাজী গোলাম মর্তুজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর