Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে ইয়াবাসহ গ্রেফতারকৃত বাবা ও ছেলেকে রিমান্ডের আদেশ


১১ মার্চ ২০২০ ০৬:০৪

ঢাকা: বিমানবন্দরে দুই হাজার ৮ শত ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার বাবা ও ছেলের বিভিন্ন মেয়াদের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঈনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন, মো. ইউনুস এবং তার ছেলে রাসেল। ইউনুসকে তিন দিন ও তার ছেলে রাসেলকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলাটির তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আবু সাঈদ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

এদিন আসামিদের পক্ষের আইনজীবী মনির হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। বিচারক শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এরআগে, গত সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে পিতা মো. ইউনুস (৪৫) এবং পুত্র মো. রাসেল (১৫) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা তাদের পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে বাবা ইউনুসের পায়ুপথ থেকে ১৮শ ৫০ পিস এবং মো. রাসেলের পায়ুপথ থেকে ১০০০ পিস ইয়াবা বের করে আনা হয়।

ইয়াবা গ্রেফতার পুত্র বাবা বিমানবন্দর


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর