পিরোজপুরের সেই জেলা জজকে কুড়িগ্রামে বদলি
১১ মার্চ ২০২০ ১৯:৩১
ঢাকা: পিরোজপুরের জেলা ও দায়রা জজ থেকে স্ট্যান্ড রিলিজ হয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হওয়া বিচারক আব্দুল মান্নানকে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) তাকে কুড়িগ্রামে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
এর আগে, গত ৩ মার্চ পিরোজপুরের সংসদ সদস্য এ কে এম আউয়াল দম্পতির জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানকে তাৎক্ষণিক প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
গত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিন মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আলোচনায় আসেন বিচারক মো. আবদুল মান্নান। ওইদিনই বিচারক আবদুল মান্নানকে বদলি করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
এ আদেশের কিছু সময় পর জেলা দায়রা জজ মো. আব্দুল মান্নানকে স্ট্যান্ড রিলিজ করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় এবং তার দায়িত্ব অতিরিক্ত জেলা দায়রা জজ নাহিদ নাছরিনকে বুঝিয়ে দেন তিনি। পরে ভারপ্রাপ্ত দায়রা জজ নাহিদ নাছরিন তার ক্ষমতা বলে আউয়াল দম্পতির জামিন দেন।
এদিকে বিচারককে আব্দুল মান্নানকে প্রত্যাহারের ঘটনায় হাইকোর্ট বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেন। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে গত বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিতভাবে এ রুল জারি দেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিচারক আব্দুল মান্নানকে সরকারি বিধি মোতাবেক বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়।