Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুখী দেশ গড়তে শিক্ষার উন্নয়নের বিকল্প নেই: গাজী গোলাম মর্তুজা


১১ মার্চ ২০২০ ২১:৩২

নারায়ণগঞ্জ: সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে শিক্ষাব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই বলে মনে করেন গাজী গ্রু‌পের উপ-ব্যবস্থাপনা প‌রিচালক ও যমুনা ব্যাংক প‌রিচালনা পর্ষ‌দের প‌রিচালক গাজী গোলাম মর্তুজা। তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। সুন্দর সমাজ  বিনির্মাণ, সভ্যজাতি ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।’

বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার ভুলতা স্কুল অ্যান্ড ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

গাজী গোলাম মর্তুজা বলেন, ‘সু-শিক্ষায় শিক্ষিত সুনাগরিক গড়ার কারিগর হলেন শিক্ষক। সুনাগরিক গড়তে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। শিক্ষার গুরুত্ব বিবেচনা করে সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখে। ফলে দিন দিন শিক্ষার হার এবং সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার মানোন্নয়ন হচ্ছে। বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্বারোপ করে আসছে। সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে শিক্ষাব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই।’

মাদককে সমাজের জন্য অভিশাপ উল্লেখ করে গাজী গ্রু‌পের উপ-ব্যবস্থাপনা প‌রিচালক ও যমুনা ব্যাংক প‌রিচালনা পর্ষ‌দের প‌রিচালক গাজী গোলাম মর্তুজা বলেন, ‘যুব ও ছাত্র সমাজকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার। মাদকের রাহুগ্রাস থেকে যুব ও ছাত্র সমাজকে রক্ষা করতে হলে দরকার সামাজিক সচেতনতা। সমাজকে মাদকমুক্ত করতে হলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।’

ভুলতা স্কুল অ্যান্ড ক‌লে‌জের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি কলা‌মিষ্ট গ‌বেষক লায়ন মীর আব্দুল আলীম, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা র‌ফিক উদ্দিন আহ‌মেদ, ভুলতা ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি ‌মোহাম্মদ আ‌মির হো‌সেন, উপ‌জেলা শ্রমিক লী‌গের সা‌বেক সাধারন সম্পাদক ম‌তিউর রহমান আকন্দ, উপ‌জেলা ম‌হিলা লী‌গের সাধারন সম্পাদক শিলা রানী পাল, ভুলতা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, উপ‌জেলা প্রাথ‌মিক বিদ্যালয় শিক্ষক স‌মি‌তির সাধারন সম্পাদক আব্দুর র‌হিম, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ফয়সাল আলম সিকদার, সাধারন সম্পাদক শেখ ফ‌রিদ মাসুম, ভুলতা ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলীগের সাধারন সম্পাদক রুহুল আ‌মিনসহ অন্যরা।

গাজী গোলাম মর্তুজা শিক্ষার উন্নয়ন


বিজ্ঞাপন
সর্বশেষ

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
১১ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৬

সম্পর্কিত খবর