কাতার প্রবাসীদের জন্য সুখবর
১২ মার্চ ২০২০ ০৩:৩৩
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে বাংলাদেশে ছুটিতে থাকা কাতার প্রবাসীদের জন্য সুখবর দিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যেসব বাংলাদেশি দেশে এসে করোনাভাইরাসের নিষেধাজ্ঞার জন্য আটকে পড়েছিলেন তাদের ভিসার মেয়াদ শেষ হলেও কাতারে ঢুকতে সমস্যা হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১১ মার্চ) দোহার বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রথম সচিব ও দূতাবাস প্রধান মোহাম্মদ মাহবুব রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে যারা ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন, তাদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষ-কোম্পানি বা কফিলের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য আবারো অনুরোধ করা হলো। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কাতার থেকে বাংলাদেশে ভ্রমণ না করার জন্য বলা হচ্ছে। তবে অত্যন্ত জরুরি ক্ষেত্রে কাতার আইডির মেয়াদ বেশিদিন আছে কিনা কাতার ত্যাগের আগে তা নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
কাতারে বাংলাদেশি কোনও নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হলে দূতাবাসকে (৩৩৬৬ ২০০০) তাৎক্ষণিকভাবে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, নভেল করোনাভাইরাসে কাতারে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪।
সারাবাংলা/এসবি