Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে রকেট হামলায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সৈন্যের মৃত্যু


১২ মার্চ ২০২০ ১২:৪৯

মার্কিন যুক্তরাষ্ট্র ও যৌথবাহিনীকে লক্ষ্য করে চালানো বেশ কয়েকটি রকেট হামলায় ইরাকে তিনজনের মৃত্যু হয়েছে। যাদের দুইজন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনা সদস্য। বাকিজন বেসামরিক মার্কিন নাগরিক। ট্রাম্প প্রশাসন এ কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বাগদাদের কাছে তাজি সামরিক ঘাঁটিতে চালানো ওই হামলায় অন্তত ১০জন আহত হয়েছেন। হামলায় ছোড়া হয় অন্তত ১৫টি রকেট।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ক্যাম্প তাজির ঘটনা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ক্ষতি নিরূপণ ও তদন্ত চলছে।

অক্টোবর হতে ইরাকে মার্কিন বাহিনীর ওপর ২২ বারের মতো হামলা চালানো হয়েছে। ইরাকে বর্তমানে ৬ হাজার মার্কিন সেনা দায়িত্বপালন করছে। তারা ইরাকি বাহিনীকে নিরাপত্তামূলক প্রশিক্ষণ দিচ্ছে ও সন্ত্রাসের বিরুদ্ধে মিশন চালাতে দক্ষ করে তুলছে।

গত বছরের শেষদিকে কাতাইব হিজবুল্লাহ নামের ইরানপন্থি ইরাকি জঙ্গিগোষ্ঠী এ ধরনের হামলার সঙ্গে জড়িত হয় বলে জানিয়েছে মর্কিন প্রশাসন।

ইরাক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রকেট হামলা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর