কেউ আতঙ্ক ছড়াবেন না: হাছিনা গাজী
১২ মার্চ ২০২০ ২২:২১
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। করোনাভাইরাস মোকাবিলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এ ভাইরাস বেশিদিন থাকে না। কাজেই করোনাভাইরাস নিয়ে কেউ আতঙ্ক ছড়াবেন না।’
বৃহস্পতিবার ( ১২ মার্চ ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় হাছিনা গাজী এ সব কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌর মেয়র হাছিনা গাজী আরও বলেন, ‘করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত ভালোভাবে হাতের বিভিন্ন অংশ পরিষ্কার রাখতে হবে। বেশি করে পানি পান করতে হবে। অহেতুক ঘোরাঘুরি করা যাবে না। বিদেশ থেকে কেউ ফিরলে অবশ্যই তাকে কমপক্ষে ১৫দিন ঘোরাঘুরি থেকে বিরত থাকতে হবে। কেউ আক্রান্ত হয়েছে মনে হলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, আমির হোসেনসহ অনেকে।