Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে আরও ২ করোনা আক্রান্ত রোগী শনাক্ত’


১৪ মার্চ ২০২০ ২২:০৫

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে আরও দুই করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্ত এই দুজনই বিদেশে থেকে এসেছেন। এদের মধ্যে একজন এসেছেন জার্মানি থেকে, আরেকজন ইতালি থেকে।

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টায় রাজধানীর ইস্কাটনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এক জরুরি ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আক্রান্ত দুজন আগেই বিদেশ থেকে এসেছেন। এদের মধ্যে একজন হোম কোয়ারেনটাইনে এবং একজন আইসোলেশনে ছিলেন। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) দুজনের দেহে করোনা উপস্থিতি চিহ্নিত করে। পরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইতালি থেকে আসা ১৪২ জনসহ আশকোনার হজক্যাম্পে ১৮৪ জন কোয়ারেনটাইনে আছেন। এদের মধ্যে ইতালি ফেরতদের কাল সকালে সরকারের নিজস্ব ব্যবস্থায় বাড়ি পৌঁছে দেওয়া হবে। বাড়ি পৌঁছে দেওয়ার পর এদের সবাই ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেনটাইনে থাকবে।’

এদিকে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা করোনায় নতুন আক্রান্ত দুজনের তথ্য নিশ্চিত করেছেন। সারাবাংলা তিনি বলেন, ‘এই দুজন আগেই দেশে এসেছেন। এদের মধ্যে একজন ইতালি এবং একজন জামার্নি ফেরত। তাদের একজন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আর একজনের লক্ষণ-উপসর্গ দেখা দেওয়ার পর তাকে আইসোলেশনে এনেছিলাম।’

নতুন এই দুজন নিয়ে এ পর্যন্ত বাংলাদেশে পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। এর মধ্যে আগের তিনজন সুস্থ হয়ে উঠেছেন। ওই তিনজনের একজন বাড়িও ফিরে গেছে।

বিজ্ঞাপন

করোনা রোগী শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর