করোনার কারণে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন স্থগিত
১৬ মার্চ ২০২০ ২২:১৮
ঢাকা: নভেল করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাছ আলী শেখের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) কারণে উদ্ভুত পরিস্থিতিতে আগামী ১৮ মার্চ হতে ১১ এপ্রিল আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ স্থগিত করা হয়েছে।
পরিবর্তিত তারিখ যথাসময়ে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, আগামী ১৮ মার্চ থেকে এ ক্যাম্পেইন শুরুর কথা ছিল। রাজধানীসহ সারাদেশে ৩ সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছরের নিচে প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
আরও পড়ুন: হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ১৮ মার্চ