Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি থেকে ৪০৯ যাত্রী নিয়ে আসছে বিমানের বিশেষ ফ্লাইট


১৭ মার্চ ২০২০ ১৭:০১

ঢাকা: করোনাভাইরাসের কারণে সৌদি আরব থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিশেষ ফ্লাইটে জেদ্দা থেকে ৪০৯ জন যাত্রী নিয়ে আসছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি২৩৬।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৪টায় তাদের বহনকারী ফ্লাইটটি (বিজি-২৩৬) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানের বিশেষ ফ্লাইটটি সৌদির স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। এই ফ্লাইটে যারা আসছেন অধিকাংশ ওমরা করতে গিয়ে সৌদিতে আটকা পড়েছিলেন।

উল্লেখ্য, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৫ মার্চ) থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় বিমানের সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। আগামী দুই সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর আগে গতকাল বাংলাদেশ সরকারের বিশেষ অনুমতি সাপেক্ষে ইউরোপ থেকে কাতার এয়ারলাইন্সের কিউআর ৬৩৪ বিমানে করে ৯৫ জন বাংলাদেশি নাগরিক দেশে আসে। তাদেরকে হজ্জ ক্যাম্পে রাখা হয়েছে।

আরব বিমান শাহজালাল সৌদি

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর