Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: এবার আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২ কর্মী


১৭ মার্চ ২০২০ ১৯:২১

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দুই কর্মী। মঙ্গলবার (১৭ মার্চ) ডব্লিউএইচও’র মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বার্তাসংস্থা রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন।

এর আগে, লক্ষণ প্রকাশ পেতেই ওই দুই কর্মী অফিস ত্যাগ করেছেন। পরে, চিকিৎসকরা ওই দুইজনের কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করলে তারা নিজ উদ্যোগে কোয়ারেনটাইনে চলে যান।

বিজ্ঞাপন

মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার রয়টার্সকে বলেছেন, এখন পর্যন্ত ডব্লিউএইচওতে ওই দুইজনকেই আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত করোনাভাইরাসের কারণে সৃষ্ট  কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী এক লাখ ৮৫ হাজার ৩৭৮ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অন্ততঃ সাত হাজার ৩৩২ জনের। চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৭৯ হাজার ৯৩০ জন।

প্রসঙ্গত, ডিসেম্বরের ৩১ তারিখে হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ওই ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাথমিক ধাক্কা সামলে উঠেছে চীন। বর্তমানে ইউরোপে তথা ইতালিতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

করোনাভাইরাস কোভিড-১৯ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর