Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ইস্যুতে আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট


১৮ মার্চ ২০২০ ১১:২৭

ঢাকা: করোনা থেকে সুরক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেইসঙ্গে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেনটাইনে রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

বুধবার (১৮ মার্চ) ল অ্যান্ড লাইফ সংগঠনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব রিটটি দায়ের করেন।

পরে তিনি জানান, মহামারি করোনা থেকে রক্ষায় আদালত বন্ধ চেয়ে রিট দায়ের করা হয়েছে। নিম্ম আদালতে ডিসেম্বরে যে বার্ষিক ছুটি থাকে সেটি পরিবর্তন করে এখনই কার্যকর করার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া হাইকোর্টের ভেকেশন বাড়িয়ে এখনই ছুটির নির্দেশনা চাওয়া হয়েছে। করোনায় মোকাবিলায় কেন্দ্রীয়ভাবে উচ্চ পর্যায়ে একটা মনিটরিং সেল গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০জনকে বিবাদী করা হয়েছে।

রিটটি বুধবার বিকেলে বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালত বন্ধ রিট হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর