Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ইস্যু: সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দর্শনার্থীদের


১৯ মার্চ ২০২০ ১০:৩৯

ঢাকা: করনাভাইরাস ইস্যুতে দর্শনার্থী প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশ সচিবালয়ে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে এই বিধিনিষেধ শুরু হয়।

এর ফলে এখন থেকে কোনো দর্শনার্থীকে সচিবাচলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার সকালে থেকে দেখা গেছে, যাদের আগে থেকে মন্ত্রণালয়েরে মিটিংয়ে যোগদেওয়ার কথা ছিল শুধু তাদেরই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে সচিবালয়ে প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে তারপর প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

সচিবালয়ের প্রবেশপথে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা জানান, ক্যাবিনেট সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা শুধু মন্ত্রণালয়ের মিটিংয়ে আসবেন তাদেরই প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

দায়িত্বরত সচিবালয় জোন পুলিশের একজন এডিসি জানান, সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড ছাড়া কাউকে আমরা ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছি না। তবে আমরা তাদের অনুরোধ করবো, খুব বেশি প্রয়োজন না হলে যেন তারা সচিবালয়ে না আসেন।

তবে দেখা গেছে, গাড়িতে আসা কর্মকর্তাদের কোনো ধরনের পরীক্ষা ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এছাড়া কোনো বিদেশিকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

করোনা প্রবেশ সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর