Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ


১৯ মার্চ ২০২০ ১৮:০২

ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় ওয়াজ, মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল সোয়া ৪টায় মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে গণভবনে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় প্রশাসন এ নির্দেশনার কথা জানায়। করোনাভাইরাস থেকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এ কনফারেন্সের আয়োজন করা হয়।

নির্দেশনায় বলা হয়, সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। ধর্মীয় বা অন্য যে কোনো ধরনের জমায়েত বন্ধ। এটি কঠোরভাবে নিশ্চিত করতে হবে। যে কোনোভাবে সব ধরনের সমাবেশ বা জমায়েত বন্ধ রাখতে হবে। মাঠ প্রশাসনকে কঠোরভাবে এ নির্দেশ দেওয়া হয় ভিডিও কনফারেন্সে।

ভিডিও কনফারেন্সে নেতৃত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

করোনাভাইরাস প্রধানমন্ত্রীর কার্যালয় সভা-সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর