Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশ ফেরতদের শনাক্তে হাতে দেওয়া হচ্ছে সিল


২০ মার্চ ২০২০ ২১:৫৫

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরতদের হাতে কোয়ারেনটাইনের সিল দেওয়া হচ্ছে। সেই সিলে তারিখসহ উল্লেখ থাকছে কারা কতদিন হোম কোয়ারেনটাইনে থাকবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সারাবাংলাকে জানান বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, বিদেশ থেকে যারাই আসছেন তাদের হাতে ইমিগ্রেশন থেকে সিল দেওয়া হচ্ছে। সিলে কত তারিখ পর্যন্ত ওই ব্যক্তিকে সবার থেকে বিচ্ছিন্ন থাকতে হবে তার উল্লেখ রয়েছে।

তিনি আরো বলেন, এর ফলে যিনি নিয়ম ভঙ্গ করবেন তাকে শনাক্ত করে কোয়ারেনটাইনে ফেরত পাঠাতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সহজ হবে।

উল্লেখ্য, চীনের হুবই প্রদেশ থেকে উদ্ভূত করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা দেশে। বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ জন। এর মধ্যে গত বুধবার একজনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে বিদেশ থেকে বাংলাদেশে যারাই আসছেন তাদেরকে ২ সপ্তাহের জন্য কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশনা বাস্তবায়ন করতে বিদেশ ফেরতদের যাতে সহজে চিহ্নিত করা যায় সেজন্যই  এমন উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

করোনা সিল করোনাভাইরাস

বিজ্ঞাপন

নতুন প্রেমে মালাইকা!
২৫ নভেম্বর ২০২৪ ১৮:২৭

আরো

সম্পর্কিত খবর