Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ


২১ মার্চ ২০২০ ১১:১৬ | আপডেট: ২১ মার্চ ২০২০ ১২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের কারণে শনিবার মধ্যরাত তথা রাত ১২টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ১০ দেশের সঙ্গে বন্ধ হচ্ছে আকাশ পথে বিমান চলাচল।

শনিবার ( ২১ মার্চ) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান।

তিনি জানান, যেসব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হচ্ছে সেগুলো হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, সিঙ্গাপুর, ভারত, তুরস্ক, মালয়েশিয়া ও ওমান। এসব দেশ থেকে বাংলাদেশে কোন ফ্লাইট আসবে না । কারণ এসব দেশ এরইমধ্যে করোনা ভাইরাসে বেশি আক্রান্ত। এ সব দেশ থেকে বেশি যাত্রী বাংলোদেশে আসছেন। সে জন্য আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তবে যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে বিমান চলবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে, বাংলাদেশ বিমান ব্যাংকক, মালয়েশিয়া, সৌদি, কাতার, ভারত, ওমান, মালয়েশিয়ার, আরব আমিরাত ও সিঙ্গাপুরের সঙ্গে ফ্লাইট বন্ধ ঘোষণা করে।

অপরদিকে ১ মার্চ থেকে গত ১৮ মার্চ পর্যন্ত বাংলাদেশে ৩৪টি দেশ থেকে ৮ হাজার ৮৫৮ জন বাংলাদেশি দেশে এসেছেন।

করোনাভাইরাস টপ নিউজ ফ্লাইট বন্ধ বাংলাদেশ বিমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর