Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মীদের মিটফোর্ড হাসপাতালের নোটিশ— মাস্ক নেই


২১ মার্চ ২০২০ ১৫:০৪

ঢাকা: রাজধানীর অন্যতম শীর্ষ হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল)। প্রতিদিন হাজার রোগীর সেবা দিয়ে থাকে এই হাসপাতাল কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালটিতে রোগীর সংখ্যাও বাড়ছে। অথচ এই হাসপাতালটিতে কর্মরতদের জন্যই নেই পর্যাপ্তসংখ্যক মাস্ক। আর সে কারণে কর্মীদের নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ!

সরকারি হাসাপাতালগুলোতে চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের জন্য মাস্কসহ ব্যক্তিসুরক্ষার উপকরণের স্বল্পতার কথা জানা যাচ্ছিল গত কয়েকদিন থেকেই। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে অসন্তোষ জানিয়েছিলেন। আজ শনিবার (২১ মার্চ) আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমেই মাস্ক সংকটের কথা জানিয়েছে মিটফোর্ড হাসপাতাল।

বিজ্ঞাপন

মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদের সই করা নোটিশে বলা হয়েছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে মিটফোর্ড হাসপাতাল, ঢাকায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এ অবস্থায় হাসপাতালে সেবা নেওয়ার জন্য আগত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সংক্রমণ ঝুঁকি এড়ানোর জন্য প্রতিরোধ কর্মসূচি হিসেবে হাসপাতালে কর্মরত এবং সেবা কাজে যুক্ত সবার মাস্ক ব্যবহার করা প্রয়োজন।

মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা স্বীকার করে নিলেও হাসপাতালে যে পর্যাপ্তসংখ্যক মাস্ক নেই, সেটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

নোটিশে বলা হয়, সম্পদের স্বল্পতার জন্য হাসপাতাল থেকে সবাইকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না। এ অবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য সবাইকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

টপ নিউজ নোটিশ ব্যক্তি উদ্যোগে ব্যবহারের অনুরোধ মাস্ক সংকট মিটফোর্ড হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসাপাতাল

বিজ্ঞাপন
সর্বশেষ

আরো

সম্পর্কিত খবর