Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদের বিশেষ অধিবেশন স্থগিত


২১ মার্চ ২০২০ ১৮:০৭

ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ছড়িয়ে পড়ায় মুজিববর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। সংবিধানের ৫২ (১) অনুচ্ছদ বলে রাষ্ট্রপতি এই অধিবেশন স্থগিত করেছেন।

অধিবেশন স্থগিতের বিষয়টি শনিবার (২১ মার্চ) সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে। সংবিধানে প্রদত্ত এখতিয়ার অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছিলেন।

আরও পড়ুন- স্থগিত হচ্ছে মুজিববর্ষের বিশেষ সংসদ অধিবেশন!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ৯ জানুয়ারি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই উপলক্ষে বিশেষ অধিবেশন বসানোর সিদ্ধান্ত হয়।

বিশেষ অধিবেশনের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ দেওয়ার কথা ছিল। এরপর এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হওয়ার কথা ছিল।

তবে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জনসমাগমসহ সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানও স্থগিত করে সীমিত পরিসরে আয়োজন করা হয়। শেষ পর্যন্ত জনস্বাস্থ্য বিবেচনায় মুজিববর্ষের বিশেষ অধিবেশনও স্থগিত করা হলো।

জাতীয় সংসদ মুজিববর্ষ সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর