Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আদালত বন্ধের সিদ্ধান্ত আসতে পারে ২৬ মার্চের আগে’


২২ মার্চ ২০২০ ১৩:৩২

ঢাকা: করোনাভাইরাসের কারণে দেশের সব আদালত বন্ধ করার বিষয়ে পরামর্শ দিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রোববার (২২ মার্চ) ১১ টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামরায় বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, এই সংকটময় মুহূর্তে আদালত বন্ধ করার বিষয়ে প্রধান বিচারপতিকে পরামর্শ দিয়েছি।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নির্বাহী বিভাগ কী কী ব্যবস্থা নিয়েছে সেগুলো দেখে আদালত বন্ধ হবে কি হবে না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ২৬ মার্চের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে অ্যাটর্নি জেনারেল জানান।

এদিকে আদালত বন্ধ রাখার বিষয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

তিনি বলেন, ‘আমরাও এ মুহূর্তে আদালত বন্ধ রাখার পক্ষে। আগামীকাল প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে এ বিষয়ে জানাব।’

আদালত আদালত বন্ধ করোনাভাইরাস হাইকোর্ট

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর