দেশে আরও ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭
২২ মার্চ ২০২০ ১৫:৪৬
ঢাকা: বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও তিন রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের দুজন বিদেশ ফেরত। আরেকজন আক্রান্ত একজনের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৭।
রোববার (২২ মার্চ) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) তাদের নিয়মিত প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানায়।
আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘করোনাভাইরাসে নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা। এদের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন। আরেকজন বিদেশ থেকে আসা এক ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স যথাক্রমে ৪০, ৩০ ও ২০ বছর। এদের একজনের ব্রঙ্কাইটিস রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে আরও দুজন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ৫। এছাড়া দুজন মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ করোনা আক্রান্ত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনের কিডনি ডায়ালাইসিসের প্রয়োজন হচ্ছে। এছাড়া ৪০ জন আইসোলেশনে রয়েছেন।’
ডা. ফ্লোরা জানান, ২৪ ঘণ্টায় ৬৫ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। আর সর্বমোট পরীক্ষার সংখ্যা ৪৬৪ জন। দেশে বর্তমানে ১৩ হাজার টেস্টিং কিট রয়েছে। এছাড়া ২০ হাজার অর্ডার করা হয়েছে। এর বাইরে চীন থেকে আসছে ১০ হাজার।
আইইডিসিআর’র পরিচালক বলেন, ‘সিলেটে যিনি মারা গেছেন তার নমুনা পরীক্ষার ফল আমরা পাইনি। তবে তাকে প্রটোকল অনুযায়ী দাফন করা হয়েছে। এখনও আমরা কমিউনিটি ট্রান্সমিশন বলব না। সোর্স অব ইনফেকশন আইডেন্টিটি করতে পারলে কমিউনিটি ট্রান্সমিশন বলতে পারি না। গতকাল যিনি মারা গেছেন তার আশেপাশে আরও দুজন বিদেশ ফেরত ছিলেন ‘
বিদেশ থেকে যারা আসছে না- করোনা সাসপেক্টেড হলে তাদেরও পরীক্ষা করা হচ্ছে বলে জানান ডা. ফ্লোরা।