Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: আইনমন্ত্রী


২২ মার্চ ২০২০ ১৮:৫৯

ঢাকা: করোনাভাইরাস সম্পর্কে আমরা তো নয়ই, এমনকি চীনও আগে জানত না। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের মানুষের যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রোববার (২২ মার্চ) প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে এখন দেশের মানুষ যাতে আক্রান্ত না হয়, মানুষের যাতে ক্ষতি না হয় সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ- আলোচনা করতে প্রধান বিচারপতি আসতে বলেছিলেন। বৈঠকে আপিল বিভাগের সিনিয়র বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি সকলেই পরিস্থিতির ব্যাপারে সর্বক্ষণ মনিটরিং করবো। এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে এই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন।

তিনি বলেন, আমরা দেখেছি নিম্ন আদালতে লোক সমাগম অনেক হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকার বলেছেন, লোকসমাগম থেকে দূরে থাকার জন্য। সেইজন্য প্রধান বিচারপতি হয়তো নিম্ন আদালত সমূহকে নির্দেশনা দিবেন।

তিনি জানান, আদালত হয়তো বন্ধ করা হবে না। কিন্তু জরুরি বিষয় ছাড়া যাতে লোক সমাগম এড়ানো যায় সে ব্যবস্থা হবে।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক করোনাভাইরাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর