Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতদলের সঙ্গে গোলাগুলি, পুলিশসহ দুইজন গুলিবিদ্ধ


২৩ মার্চ ২০২০ ১০:৫৭

গাজীপুর: জেলার রাজেন্দ্রপুর এলাকায় ডাকাতদলের সঙ্গে পুলিশের গোলাগুলিতে পুলিশের উপপরিদর্শকসহ এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ মার্চ) রাত ১১টায় ভাওয়াল জাতীয় উদ্যানের গেটে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া সারাবাংলাকে জানান, রাত ১১টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেটের সামনে ৭-৮ জনের একটি ডাকাত দল কয়েকজন লোককে জিম্মি করে টিভিসহ বিভিন্ন মালামাল লুট করছে এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলামের বুকের বাম পাশে গুলি লাগে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে রাজেন্দ্রপুর এলাকার চিহ্নিত ডাকাত শরীফ পায়ে গুলিবিদ্ধ হন। অপর সদস্যরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থল থেকে চার জিম্মি, লুণ্ঠিত টিভিসহ বিভিন্ন মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গুরুতর আহত উপপরিদর্শক জহিরুল ইসলাম ও ডাকাত শরীফকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর গুলিবিদ্ধ ডাকাতদল ভাওয়াল জাতীয় উদ্যান রাজেন্দ্রপুর

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর