সাংবাদিক-পুলিশের নিরাপত্তা সরঞ্জাম চেয়ে হাইকোর্টে রিট
২৩ মার্চ ২০২০ ১৭:৫৪
ঢাকা: করোনা ভাইরাস থেকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকদের জন্য নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন।
রিটে করোনায় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলাবাহিনী ও পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি সরবরাহের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। সেইসঙ্গে সাংবাদিক ও পুলিশদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চাওয়া হয়েছে।
দেশের সাধারণ জনগণের সু স্বাস্থ্য নিশ্চিত করতে করোনা শনাক্তে ডায়াগনিস্ট সুবিধা, চিকিৎসা সেবা ও সঠিক কোয়ারেন্টাইন বৃদ্ধির নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।
স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, জন প্রশাসন সচিব, তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাব্যবস্হাপক, আইইডিসিআর’র পরিচালকসহ সংশ্লিষ্ট ১১ জনকে রিটে বিবাদী করা হয়েছে।
চলতি সপ্তাহের যেকোনো দিন কোর্টে এ বিষয়ে শুনানি হতে পারে বলে তিনি জানান। এর আগে গত ১৯ মার্চ জনস্বার্থে আইনি নোটিশ পাঠান এই আইনজীবী।
আইনজীবী জে আর খান রবিন বলেন, করোনাভাইরাস ছোঁয়াচে। তাই ব্যক্তি থেকে ব্যক্তি এবং একজন গোষ্ঠী থেকে অন্য জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। ভাইরাসটি থেকে যাতে নিরাপদে থাকা যায় সে কারণে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা সরঞ্জাম চেয়ে রিট দায়ের করা হয়েছে।