Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোড়াঘাটে ৭৪ প্রবাসির বাড়ি লাল পতাকা


২৩ মার্চ ২০২০ ১৯:২০

হিলি: নভেল করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে ও জনগণকে সতর্ক করতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিদেশ ফেরত ৭৪ প্রবাসির বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদেশ ফেরত ৭৪ জন প্রবাসী তালিকা দেওয়া হয়েছে। যারা বিগত কয়েক দিনে বিদেশ থেকে দেশে ফিরেছে। এই সব বিদেশ ফিরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখতে ও এলাকার জন সাধারণকে সতর্ক করতে গত রোববার বিকেল থেকে উপজেলা প্রশাসনের পক্ষে ঘোড়াঘাট থানা পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা তালিকা অনুযায়ী প্রতিটি প্রবাসীর বাড়িতে গিয়ে লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম বলেন, ‘করোনাভাইরাস সচেতনতা ও প্রতিরোধের অংশ হিসেবে আমরা সব প্রবাসীর বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছি এবং বিদেশ ফেরত ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে চাপ প্রয়োগ করছি। সেই সাথে লাল পতাকা লাগানো বাড়িতে যাতায়াত না করতে আমরা এলাকাবাসীকে সচেতন করছি।’

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘তালিকা অনুযায়ী আমরা সব বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে যাচ্ছি। মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত তাদের সাথে যোগাযোগ করছি। তাছাড়া তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করছি এবং স্থানীয় জন প্রতিনিধি ও প্রযুক্তি মাধ্যমে তাদের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

করোনা পবাসি লাল পতাকা হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর